সন্তানের ওষুধ কিনতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজ বাবা

অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জের সিতাংশ লাল দত্ত (৪৫)। এরপর আর তিনি ফিরে আসেননি। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় সিতাংশের স্ত্রী মনিবালা দত্ত (৪২) কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ সিতাংশ লাল দত্ত রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বাসিন্দা। তিনি কৃষিকাজ করেন বলে জানা গেছে।

এদিকে স্বামীর কোনো খোঁজ না পেয়ে এখন দুই সন্তানকে নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী মনিবালা দত্ত। আজ সোমবার দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে মনিবালার কথা হয়। জিডির কপি ও স্বামীর ছবি হাতে নিয়ে মনিবালা বলেন, ওই দিন রাতে তাঁর স্বামী সিতাংশ ওষুধ কেনার জন্য চৈত্রঘাট বাজারে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ।

মনিবালা জানান, তাঁর স্বামী স্থানীয় কোনো ঝামেলায় কখনো জড়িত ছিলেন না। কোনো খোঁজ না পেয়ে গতকাল তিনি বাধ্য হয়ে থানায় বিষয়টি জানিয়েছেন। গতকাল পর্যন্ত তাঁর স্বামীর মুঠোফোন চালু ছিল। নিখোঁজের পর থেকে বেশ কয়েকবার তাঁর মুঠোফোনে কল দেওয়া হলেও কেউ ধরেনি। আজ সকাল থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, সিতাংশ লাল দত্তের নিখোঁজের জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখা হচ্ছে।