সন্ধ্যায় পদ্মা সেতুর নাওডোবা টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে যানবাহনের দীর্ঘ সারি। শুক্রবার সন্ধ্যায় সেতুর সংযোগ সড়কে যানজট তৈরি হয়
ছবি: প্রথম আলো

পদ্মা সেতু চালু হওয়ার পর আজ শুক্রবার প্রথম সাপ্তাহিক ছুটির দিন। ছুটি কাটাতে অনেকেই সেতু পেরিয়ে দক্ষিণের জেলাগুলোতে এসেছিলেন। এ ছাড়া আজ থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু করা হয়েছে। এ জন্য বিকেলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা টোল প্লাজায় ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টোল প্লাজা থেকে নাওডোবার জমাদ্দার স্ট্যান্ড পর্যন্ত সংযোগ সড়কে অন্তত দেড় কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। সেতুর টোল প্লাজা অতিক্রম করতে যানবাহনগুলোকে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জাজিরা প্রান্তের টোল প্লাজায় টোল আদায়ের জন্য বুথ আছে সাতটি। প্রতিটি গাড়ি থেকে টোল আদায় করতে অন্তত এক মিনিট সময় লাগে। গত ২৪ ঘণ্টায় (রাত ১২টা থেকে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) সেতু দিয়ে ১৪ হাজার ৪১০টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার। পদ্মা সেতু চালু হওয়ার পর আজ প্রথম সাপ্তাহিক ছুটির দিন। এ জন্য অন্য দিনের চেয়ে বেশি ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপার হয়েছে। এ কারণে সন্ধ্যায় জাজিরা প্রান্তের টোল প্লাজায় ঢাকামুখী গাড়ির ভিড় বৃদ্ধি পায়।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সাফায়েত হোসেন পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিলেন। তিনি সকালে পদ্মা সেতু পেরিয়ে জাজিরা প্রান্তে আসেন। সারা দিন বিভিন্ন স্থানে ঘুরে সন্ধ্যায় ঢাকা ফেরার পথে টোল প্লাজার সামনে যানজটে পড়েন।

সাফায়াত প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আসার সময় এক্সপ্রেসওয়েতে টোল দিতে গিয়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিলেন। এখন ফেরার পথে সেতুর টোল প্লাজার সামনে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। দুই প্রান্তে দেড় ঘণ্টার যানজট ছাড়া সবকিছু ভালো ছিল বলে জানান তিনি।

গাজীপুরের একটি স্কুলের শিক্ষার্থীদের পদ্মা সেতু দেখাতে নিয়ে এসেছিলেন শিক্ষকেরা। সারা দিন বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা জাজিরা প্রান্ত থেকে ফিরে যান।

ওই বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের শিশুরা পদ্মা সেতু পার হয়ে উচ্ছ্বসিত। সারা দিন সেতুর প্রকল্প এলাকায় ঘুরেছি, পদ্মা সেতুর নির্মাণ সম্পর্কে অনেক কিছু জেনেছি। খুব ভালো সময় কাটিয়েছি। ফেরার সময় টোল প্লাজার সামনে সংযোগ সড়কে ৩০ মিনিট যানজটে ছিলাম। এতে কিছুটা ভোগান্তি হয়েছে।’

সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহন পারাপার হয়েছে বেশি। এ জন্য সন্ধ্যায় টোল প্লাজার সামনে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ে। গাড়ির চাপ থাকলেও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। তাঁদের কর্মীরা সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন।