সপ্তমবার সোনা পাচার করতে গিয়ে ধরা

সোনার বার
প্রতীকী ছবি

ভারতে পাচারের সময় প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের ১২৪টি সোনার বারসহ একজনকে আটক করেছেন বিজিবির সদস্যরা। যশোরের চৌগাছা সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শাহ আলম (৩৫)। তিনি চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে বিজিবির যশোর ব্যাটালিয়নের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, সকালে চৌগাছার কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় কৃষকের বেশে এক ব্যক্তি মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। সন্দেহ হলে তাঁকে কাবিলপুর শ্মশানঘাট এলাকায় আটকে তল্লাশি করা হয়।

শাহেদ মিনহাজ বলেন, ওই ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১২৪টি সোনার বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এর আগেও ছয়বার সোনার বার পাচার করেছেন। সপ্তমবার পাচারের সময় আটক হলেন।

উদ্ধার করা সোনার ওজন ১৪ কেজি ৪৫০ গ্রাম। শাহ আলমকে আটকের সময় একটি মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার বার সরকারি কোষাগারে জমা ও আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।