সভাপতিসহ ১০ পদ আ.লীগ জোটের, সম্পাদকসহ ৫ পদ বিএনপি জোটের

সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ভূঁঞা ও সভাপতি নুর হোসেন
ফাইল ছবি

ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ ও বাম দলের সমন্বয়ে গঠিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ১০টি পদে জয়লাভ করেছে। আর সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ। শনিবার রাত ১১টার দিকে এই ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিত ১০ জন হলেন সভাপতি পদে নুর হোসেন, সহসভাপতি শামছুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহম্মেদ, অডিটর মোহাম্মদ নোমান চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল ওহাব দুলাল। কার্যকরী কমিটির সদস্য হলেন এনামুল করিম খোন্দকার, গাজী তারেক আজীজ, ফজিলাতুন নাহার ও আবদুল মালেক।

এদিকে আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত পাঁচজন হলেন সহসভাপতি মো. আবদুছ সাত্তার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ভূঁঞা, লাইব্রেরি সম্পাদক এস এম নাজমুল হক। কার্যকরী কমিটির সদস্য হলেন মো. আলাউদ্দিন বিন ওয়াদুদ ও রিয়াজ উদ্দিন সুজন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাব উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার পার্থ পাল চৌধুরী বলেন, নির্বাচনে ২৮৫ জন ভোটারের মধ্যে ২৭৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।