সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন দাবি

রংপুর
রংপুর

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হয়েছে। ‘প্রমোশন অব রাইটস অব এথনিক মাইনরিটি অ্যান্ড দলিতস্ ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের (প্রেমদীপ)’ ব্যানারে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আজ শনিবার এ মানববন্ধনের আয়োজন করে।

বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে যোগ দেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল, ইএসডিওর শামীম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, হরিজন সমিতির সাধারণ সম্পাদক রাজু বাঁশফোর, আদিবাসী ও দলিত উন্নয়ন ফোরামের সভাপতি চায়না রাম তির্কি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ১৮.১ ধারায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমি, জলাধার ও বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৪ সালে সরকার ২২.১ ধারায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জমি, বসতভিটা, বনাঞ্চল, জলাভূমি ও অন্যান্য সম্পদের সুরক্ষা এবং সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমি, জলাধার ও বন এলাকা সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, প্রভাবশালী ভূমিদস্যুরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি জবরদখল করে চলেছে। তাই সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বেহাত হওয়া জায়গাজমি পুনরুদ্ধার ও ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন জরুরি হয়ে পড়েছে।