সরকারি গাড়ি চুরির পর দুর্ঘটনা, পথেই ফেলে পালাল চোর

চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়
ছবি: সংগৃহীত

গভীর রাতে হাসপাতালের ভেতর থেকে চুরি হয় সরকারি একটি গাড়ি। নৈশপ্রহরীর নজরে পড়লে হইচই শুরু হয়। কিন্তু ধাওয়া করেও গাড়িটি আটকানো যায়নি। খবর পেয়ে পুলিশও তৎপরতা শুরু করে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি সড়কের পাশে গাড়িটির সন্ধান মেলে। তবে ভাঙাচোরা অবস্থায়।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ধোবাউড়ায়। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সরকারি গাড়িটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন ব্যবহার করতেন।

স্থানীয় লোকজন জানান, রাতে বালিগাঁও বাজারে একটি দোকানের ওপর গাড়িটি তুলে দেয়। এতে দোকান ভেঙে মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। পরে গাড়িটি রেখে চালক পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গাড়িটি হাসপাতালের ভেতর থেকে চুরি হয়। বিষয়টি হাসপাতালের নৈশপ্রহরী আবদুর রাজ্জাকের নজরে পড়ে। কিন্তু ধাওয়া দিলে চোর দ্রুত বেগে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
গাড়িচালক আবিদ বিষয়টি রাতেই ধোবাউড়া থানায় জানান। পুলিশও তাদের তৎপরতা শুরু করে। পরে খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার ভোরে বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে একটি বাড়ির পাশে গাড়িটির সন্ধান পাওয়া যায়।

গাড়িচালক আবিদ জানান, স্থানীয় এক যুবক তাঁর কক্ষ থেকে চাবি চুরি করে কালো রঙের সরকারি পাজেরো গাড়িটি নিয়ে যায়। ঘটনাটি জানা মাত্রই তিনি মুঠোফোনে পুলিশকে অবহিত করেন।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন জানান, গাড়ি চুরির চেষ্টায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।