সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার পুলিশ সদর দপ্তর থেকে এ খবর জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারকে সরকারি নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করতে হবে, সে বিষয়ে নির্দেশ দেন। দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে বলেন পুলিশ মহাপরিদর্শক।

আইজিপি বেনজীর আহমেদ বলেন, গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে, সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাঁদের অবস্থানস্থল চিহ্নিত করবে পুলিশ। জরুরি সেবা, শিল্প কারখানা এবং গার্মেন্টস খোলা থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহনকারী যানবাহনের চলাচল স্বাভাবিক থাকবে। এসব বিষয়ে পুলিশকে উদ্যোগী ভূমিকা পালনে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক।

সাধারণ মানুষ যেন নির্দেশনা অনুসরণ করেন, তা নিশ্চিতে বল প্রয়োগ না করে উদ্বুদ্ধ করার ওপরও জোর দেন আইজিপি।