সরানো হলো সিলেট পুলিশের কমিশনারকে

মো. গোলাম কিবরিয়া
ছবি: সংগৃহীত

সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মৃত্যুর ঘটনার পর এবার মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. গোলাম কিবরিয়াকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর স্থলে মো. নিশারুল আরিফকে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক আদেশে এ তথ্য জানানো হয়।

গোলাম কিবরিয়াকে পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) উপমহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। এসএমপির নতুন কমিশনার নিশারুল আরিফ এ পদে ছিলেন।

জানতে চাইলে এসএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ প্রথম আলোকে বলেন, কী কারণে নতুন পদায়ন, সে বিষয়ে আদেশের কপি পেলে বলা যাবে।

সিলেট মহানগর পুলিশের একটি সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে ব্যর্থতা এবং ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের (৩৪) মৃত্যু ও এ ঘটনার প্রধান আসামি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞা পালিয়ে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এসএমপির কমিশনারকে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে এসআই আকবরসহ বন্দরবাজার ফাঁড়ির পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় এ ফাঁড়ির দ্বিতীয় কর্মকর্তা (টুআইসি) পদে থাকা এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

রায়হান হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর আন্দোলন থেকে সিএমপির কমিশনার গোলাম কিবরিয়াকে সরিয়ে নেওয়ার দাবি তুলেছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ।

জানতে চাইলে মিসবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, উনি (গোলাম কিবরিয়া) ২০১৪ সাল থেকে সিলেটে কমিশনার পদে আছেন। তিনি থাকা অবস্থায় যে দুটো ঘটনা ঘটেছে, তাতে সিলেট সম্পর্কে দেশে ও বিদেশে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় তাঁকে সরিয়ে নেওয়ায় সব মহলই স্বস্তিবোধ করছে।