সরিষাবাড়ীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
জামালপুরের সরিষাবাড়ীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিক্ষার্থী ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।
ওই শিক্ষার্থীর নাম রাকিব হাসান (১৬)। সে সরিষাবাড়ী পৌর এলাকার ইজারাপাড়া গ্রামের হাফেজ আলীর ছেলে। সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সে।
গতকাল বুধবার বেলা তিনটায় ঝিনাই নদের ইজারাপাড়া এলাকায় গোসল করতে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় ইজারাপাড়া গ্রামে চলছে স্বজনদের মাতম।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোসল করতে নেমে রাকিব নদে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেনি। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে নদের পানিতে নেমে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে গতকাল বিকেল পাঁচটায় জামালপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল ঝিনাই নদে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তবে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি তারাও।
ওই শিক্ষার্থীর নাম রাকিব হাসান (১৬)। সে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস থেকে চার সদস্যের ডুবুরি দল আসে। তারা শিক্ষার্থীকে উদ্ধারে পুনরায় অভিযান শুরু করে। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রাকিবকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজ রাকিবের বাবা হাফেজ আলী বলেন, ‘গোসল করতে গিয়া পোলাডা আমার ডুইবা গেছে। এহন আমার কী হইব গো!’ এ কথা বলছেন আর তিনি কাঁদছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা মো. ইদ্রিস আলী বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।