সরিষাবাড়ীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ আসামি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মারামারি, জমিসংক্রান্ত বিরোধ ও দ্রুত বিচার আইনের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চাপারকোনা গ্রামের নূরে আলম ও তাঁর স্ত্রী তানিয়া বেগম, মাজালিয়া গ্রামের আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, ফরিদ আলম, নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সুফিয়া খাতুন, চর রৌহা গ্রামের বাদশা মিয়া, নান্দিনা গ্রামের গিয়াস মণ্ডল, করগ্রামের গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, মিন্টু মিয়া, আনোয়ার হোসেন, বইসারচর গ্রামের জয়নাল আবেদীন, সেলিম, সুজাত আলী, আজিজুল, টিটু মিয়া ও দৌলতপুর গ্রামের নূরুল ইসলাম।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, আজ ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।