সরিষাবাড়ীতে প্রার্থীর উপর হামলা: আ. লীগ মেয়র প্রার্থীর ৯ সমর্থকের বিরুদ্ধে মামলা

হামলা
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সহসভাপতি ফজলুল হক খানের ওপর আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনায় গতকাল সোমবার রাতে মামলা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌর শহরের কামরাবাদ গ্রামের এক ব্যক্তি গত রোববার রাতে মারা যান। গতকাল বেলা ১১টার দিকে ঝিনাই ফিলিং স্টেশনের পাশে মৃত ব্যক্তির জানাজা হবে বলে প্রচার করা হয়। মেয়র নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জানাজায় অংশ নিতে ঝিনাই ফিলিং স্টেশনের সামনে যান। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনির উদ্দিনের সমর্থকেরা তাঁর ওপর হামলা করেন। এ ঘটনায় ফজলুল হক খানের স্ত্রী নিলুফা ইয়াসমিন গতকাল রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনির উদ্দিনের সমর্থক গুদু মিয়াকে (২৭) প্রধান আসামি করে ৯ সমর্থকের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম মামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।