সস্ত্রীক করোনায় আক্রান্ত সোনাগাজীর সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী

মাসুদ উদ্দিন চৌধুরী

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের পর আজ রোববার দুপুরে তাঁরা দুজনই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

সাংসদের ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শরীরের উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার একটি হাসপাতালে সাংসদ ও তাঁর স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার নমুনা পরীক্ষায় তাঁদের দুজনের শরীরের করোনা শনাক্ত হয়। এরপরই চিকিৎসার জন্য তাঁরা দুজন সিএমএইচে ভর্তি হয়েছেন। সাংসদ ও তাঁর স্ত্রীর দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী।