সহিংসতার অভিযোগে হেফাজত কর্মী আটক

হাতকড়া
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে সহিংসতা ও ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে হেফাজতের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মতুর্জাবাদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম লোকমান হোসেন। তিনি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মতুর্জাবাদ জামে মসজিদের খতিব ও স্থানীয়ভাবে হেফাজতে ইসলামের সংগঠক হিসেবে কাজ করছিলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে ফেসবুকে রাষ্ট্রবিরোধী ও দাঙ্গা-হাঙ্গামা হতে পারে—এমন ধরনের উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন লোকমান হোসেন। এ ছাড়া গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় সহিংসতায় যুক্ত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গতকাল রাত ১১টায় মসজিদসংলগ্ন আবাসিক কক্ষ থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় করা সহিংসতার মামলায় আটক লোকমান হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।