সাঁকো থেকে পড়ে নদীতে শিশু নিখোঁজ

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাঁশের সাঁকো থেকে চন্দনা নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার বেলা সাড় তিনটার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের চর আশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ওই শিশুর নাম সাদিয়া (৭)। সে চর আশাপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সাদিয়া ও তার বান্ধবী মিথিলা (৮) বাঁশের সাঁকো দিয়ে চন্দনা নদী পার হচ্ছিল। সাদিয়া আগে ছিল, আর মিথিলা পেছনে। মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ সাদিয়া সাঁকো থেকে নদীতে পড়ে তলিয়ে যায়। এ সময় মিথিলার চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে সাদিয়াকে খুঁজে পাননি। পরে মধুখালী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

মধুখালী ফায়ার স্টেশন ম্যানেজার টিটোক সিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে সাদিয়াকে উদ্ধার করতে পারেনি। পরে খবর দেওয়া হয় খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। ওই ডুবুরি দল ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছে। তারা আসার পর উদ্ধার অভিযান শুরু করা হবে।