সাঁতার না জানায় ডুবে মরল তাসলিমুল

সাঁতার না জানায় বন্ধুদের সঙ্গে  পুকুরে গোসলে গিয়ে মারা গেল তাসলিমুল কবির নামের এক কিশোর। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের হাঁড়িভাঙা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তাসলিমুল কবির লালমনিরহাট ফাকল পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আখতারুল কবির লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা উত্তর বাংলা কলেজের গণিতের শিক্ষক।

আখতারুল কবিরের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কুরশামারী গ্রামে। তাসলিমুল তাঁর একমাত্র সন্তান ছিল।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাআলম বলেন, বন্ধুদের সঙ্গে প্রাইভেট পড়ে বাসায় যায় তাসলিমুল। পরে দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে যায় সে। একপর্যায়ে তাসলিমুল পানিতে তলিয়ে যেতে থাকে। বন্ধুদের চিৎকার শুনে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করে তাসলিমুলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।