সাংবাদিক বুরহান হত্যা মামলায় যুবলীগ নেতা বেলালের ৩ দিনের রিমান্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা বেলাল উদ্দিন
প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা বেলাল উদ্দিনের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।

এর আগে আটক বেলালকে সাংবাদিক বুরহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি আদালতে বেলালকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। বেলাল চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিমের ছেলে। তিনি চরফকিয়া ইউনিয়ন যুবলীগের একজন সদস্য।

সাংবাদিক বুরহান হত্যা মামলায় আটক বেলালকে তিন দিনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সি। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, আদালতে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। আবেদনের ওপর শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের বসুরহাটের মেয়র কাদের মির্জার অব্যাহত ‘মিথ্যাচারের’ প্রতিবাদে গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে বিক্ষোভ মিছিল হয়। এটি বের করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকেরা। মিছিলটি তাঁর বাড়ি থেকে বের হয়ে চাপরাশিরহাট মধ্যম বাজারে গেলে কাদের মির্জার অনুসারীরা সেখানে হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি চলাকালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন গুলিবিদ্ধ হন। গত ২০ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত সাংবাদিক বুরহানের বাবা নুরুল হুদা বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাত আসামিদের নামে থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরের দিনই পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।