সাংবাদিকদের আপসহীন ভাবে কাজ করার আহ্বান আইনমন্ত্রীর

আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

সাংবাদিকদের আপসহীন ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘যেহেতু সাংবাদিকতা একটি মহান পেশা, সেহেতু আপনাদের দায়িত্বও মহান। আমরা আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। সত্য পরিবেশনে কখনো পিছপা হবেন না। আপনারা আপনাদের পেশাকে সম্মান করুন। জনগণকে সত্য তথ্য পরিবেশন করুন। আপনারা আপসহীন হিসেবে কাজ করুন।’

আজ শনিবার দুপুরে কসবা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান।

অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। ইতিহাস বিকৃতি করা যায় না। এই ইতিহাস বিকৃতকারীরা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটা তলাবিহীন রাষ্ট্র থেকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করছেন। এই অগ্রগতি ওরা পছন্দ করেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ।

কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।