সাক্ষ্য দিতে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

পার্থ রায় চৌধুরী
সংগৃহীত

সকালে মোটরসাইকেলে করে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান তিনি। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায়।

নিহত ব্যক্তির নাম পার্থ রায় চৌধুরী (৪০)। তিনি রাঙামাটির তবলছড়ি এলাকার বাসিন্দা। পার্থ কিশোরগঞ্জের ইটনা থানায় উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

থানার পুলিশ জানায়, আজ সকালে মোটরসাইকেলে করে রাঙামাটি থেকে খাগড়াছড়ির আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন পার্থ রায়। গামারীঢালা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনি মারা যান।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। গাড়িটি গাইবান্ধা থেকে পর্যটক নিয়ে এসেছিল।