সাগরে গুলিতে জেলে নিহত, ট্রলারের মালামাল লুট

প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ডাকাতদের গুলিতে মুসা মুসল্লি (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ডাকাত দল ট্রলার থেকে জ্বালানি তেলসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে এ কথা জানান।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে মাছ শিকার শেষে এফবি বাবুল নামের মাছ ধরা ট্রলারে ফিরছিলেন মুসাসহ কয়েকজন জেলে। হঠাৎ ভারতীয় একটি ট্রলারে অন্তত ২৫ জনের একটি ডাকাত দল এফবি বাবুল ট্রলারে হামলা করে লুটপাট চালায়। এ সময় জেলে মুসা বাধা দিলে তাঁর দিকে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর সঙ্গীদের মারধর করে জ্বালানি তেলসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এ ব্যাপারে কোস্টগার্ডের মোংলা জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে টহল দলকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।