সাগরে ধরা পড়ছে বড় পোয়া, জেলেদের মুখে হাসি

কক্সবাজারের মহেশখালী উপজেলার সাইরার ডেইল এলাকার ছৈয়দুল হকের নৌকার জেলেদের জালে গত বৃহস্পতিবার ১৫টি কালো পোয়া ধরা পড়ে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার পশ্চিম–দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে জেলেদের জালে ধরা পড়ছে বড় লাল ও কালো পোয়া মাছ। চার–পাঁচ দিন ধরে এসব মাছ ধরা পড়ছে। পরে বাজারে নিয়ে গিয়ে একেকটি লাল ও কালো পোয়া এক থেকে ছয় লাখ টাকা পর্যন্ত বিক্রি করায় স্থানীয় জেলেরা বেশ খুশি।

আজ বুধবার সকালে মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম সুতুরিয়ার বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের মালিনাধীন এফবি আল্লাহ দান নামের মাছ ধরা নৌকাটি সাগরে মাছ ধরতে যায়। সকাল ১০টায় সাগরে মাছ ধরার সময় তাদের জালে ধরা পড়ে ১৭ কেজি ওজনের কালো পোয়া মাছ। দুপুর ১২টার দিকে ওই মাছ নিয়ে ফেরেন জেলেরা। পরে স্থানীয় সুতুরিয়া বাজারে নিয়ে গিয়ে ওই মাছ স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে বিক্রি করে। ভালো দাম পেয়ে জেলেরা আনন্দিত।

গত মঙ্গলবার ভোরে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদারপাড়া গ্রামের বাসিন্দা নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বেলা তিনটার দিকে সাগরে মাছ ধরা অবস্থায় তাঁদের জালে ধরা পড়ে একটি বড় লাল পোয়া। বুধবার সকালে ২৮ কেজি ওজনের ওই লাল পোয়া ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি।

সাগরে মাছ ধরার সময় গত শনিবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার বাসিন্দা ছৈয়দুল হকের মালিকানাধীন মাছ ধরা নৌকায় ধরা পড়ে ২৮ কেজি ওজনের কালো পোয়া। এরপর মাছটি স্থানীয় সাইরার ডেইল বাজারে সাত লাখ টাকায় বিক্রি করেন জেলে ছৈয়দুল হক। এর দুই দিন আগে বৃহস্পতিবার ছৈয়দুল হকের নৌকার জেলেরা ১৫টি কালো পোয়া ধরেন। পরে ওই মাছগুলো চট্টগ্রামের ফিশারিঘাটে নিয়ে গিয়ে ১১ লাখ টাকায় বিক্রি করেন।

স্থানীয় জেলেরা জানান, সাইরার ডেইল এলাকার বাসিন্দা ছৈয়দুল হকের মাছ ধরা নৌকায় ২৮ কেজি ওজনের একটি কালা পোয়া ধরা পড়ে। পরে মাছটি সাত লাখ টাকায় বিক্রি করেন। কয়েক দিন ধরে জেলেদের জালে বড় বড় কালো ও লাল পোয়া ধরা পড়ছে। এ ঘটনায় জেলেরা ভীষণ খুশি।

এ বিষয়ে মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, কয়েক বছর ধরে বছরে দুই দফায় সাগরে মাছ ধরা বন্ধ থাকে। এ কারণে সাগরে প্রজনন বৃদ্ধি ও ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এতে ছোট মাছগুলো বড় হয়ে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে। ফলে বড় কালো পোয়া ও লাল পোয়া ধরা পড়ায় জেলেদের কপাল খুলে গেছে।