সাত বছর পালিয়ে থাকার পর ধরা

গ্রেপ্তার
প্রতীকী ছবি

২০১৪ সালে এক ব্যক্তির টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেন মো. আল আমিন (৪০)। এ ঘটনার পর চাঁদপুর সদর থানায় তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়। গ্রেপ্তার এড়াতে এখানে–সেখানে পালিয়ে বেড়ান তিনি। অনেক চেষ্টা করেও পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছিল না।

এরই মধ্যে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আল আমিনের বিষয়ে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। একই বছর আদালত তাঁকে সাত বছর কারাদণ্ড দেন। এদিকে সাত বছর পালিয়ে থাকার পর অবশেষে মঙ্গলবার গভীর রাতে অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

আল আমিনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে হলদিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কারাদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে চাঁদপুর কারাগারে পাঠানো হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। ছিনতাই মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি।