সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

করোনার প্রতীকী
রয়টার্স

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৯৯ জনের মৃত্যু হলো। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম আজিজুর রহমান সরদার (৬০)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মাটিকাটা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তির স্বজনেরা তাঁকে রোববার দুপুরে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রেখে তাঁর চিকিৎসা শুরু করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য ওই ব্যক্তির স্বজনদের বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করতে বলা হয়েছে।