সাতক্ষীরায় দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে সদর উপজেলার বল্লি ইউনিয়নে দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে বাল্যবিবাহ দুটি বন্ধ করা হয়।

সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বলেন, তাঁরা জানতে পারেন, সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়নের একই পাড়ায় দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন চলছে। বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও সদর থানা-পুলিশে জানানো হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) প্রোগ্রাম কর্মকর্তা আবুল হাই সিদ্দিককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে দুটি বন্ধ করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ওই দুই মেয়ে একই বিদ্যালয়ে নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী। পৃথকভাবে তাদের বিয়ের আয়োজন চলছিল। জন্মের সনদ দেখে জানা যায়, এক মেয়ের বয়স ১৬ বছর এবং অপর মেয়ের বয়স ১৭ বছর। পরে দুই ছাত্রীর অভিভাবকদের বাল্যবিবাহের কুফল বিষয়ে অবহিত করা হয় এবং ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয় মর্মে মুচলেকা নেওয়া হয়।