সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪

বজ্রপাত
প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আজ রোববার সকালে সদর উপজেলার খেজুরডাঙ্গা বিলে ও গতকাল শনিবার রাত আটটার দিকে দেবহাটা উপজেলার নারকেলি বিলে বজ্রপাত হয়।

বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের ফারুক হোসেন (৪০) ও দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের আবদুল লতিফ (৫২)। আর আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী (৩৫), মহিদুল মজিদ (৪০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও এক্সকাভেটরের চালক হুমায়ুন কবির। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মহিদুল মজিদ প্রথম আলোকে বলেন, খেজুরডাঙ্গা বিলে তাঁদের মাছের ঘেরে এক্সকেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছিল। তখন তাঁরা পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। তাঁরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই হঠাৎ বজ্রপাতে ফারুক মারা যান। এ সময় তাঁরা চারজনই আহত হন।

দেবহাটা উপজেলায় বজ্রপাতের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যায় বাড়ির পাশে পাতার বিলের মাছের ঘেরে চৌকিঘরে যান আবদুল লতিফ। রাত ৮টার দিকে হঠাৎ বৃষ্টি ও প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। এ সময় চৌকিঘরে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বজ্রপাতে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।