সাতক্ষীরায় ভারত থেকে ফেরা ১৫০ জন কোয়ারেন্টিনে

সাতক্ষীরা জেলার মানচিত্র

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৫০ জন পাসপোর্টধারী যাত্রীকে সাতক্ষীরা শহরের ৪টি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এর মধ্যে আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় ৫০ জনের একটি দলকে প্রথমে হোটেল উত্তরা আবাসিকে রাখা হয়েছে। অন্যদের পর্যায়ক্রমে টাইগার প্লাস, হোটেল হাসান ও হোটেল আল কাশেমে রাখা হবে।

সাতক্ষীরার নেজারত ডেপুটি কমিশনার আজাহার আলী জানান, ভারত থেকে বেনাপোল কাস্টমস অফিস দিয়ে দেশে ফেরা ১৫০ জন বাংলাদেশিকে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের ৪টি আবাসিক হোটেল প্রস্তুত করা হয়। হোটেলগুলো হলো টাইগার প্লাস, হোটেল উত্তরা আবাসিক, হোটেল আল কাশেম ও হোটেল হাসান আবাসিক। ৫০ জনকে আজ বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল উত্তরাতে আনা হয়। তাঁদের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে। সন্ধ্যার মধ্যেই বাকি ১০০ জনের মধ্যে ৩০ জনকে টাইগার প্লাস, ২০ জনকে হোটেল হাসান আবাসিক ও ৫০ জনকে হোটেল আল কাশেমে রাখা হবে। তাঁরা বর্তমানে সাতক্ষীরার পথে।

৫০ জনকে আজ বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরায় হোটেল উত্তরাতে আনা হয়। তাঁদের পাসপোর্ট সদর থানায় জমা রাখা হয়েছে।

সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার বলেন, ভারত থেকে দেশে ফেরা পাসপোর্টধারী যাত্রীদের শহরের বিভিন্ন হোটেলে রেখে যাতে করোনা না ছড়ায়, সে জন্য তাঁদের বিশেষ ব্যবস্থায় রাখা উচিত। যদিও এ খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় অনেকে।