সাতক্ষীরায় লকডাউনের দশম দিনে কমেছে শনাক্তের হার

করোনাভাইরাস।
প্রতীকী ছবি

লকডাউনের দশম দিনে সাতক্ষীরায় করোনার সংক্রমণ শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৪৭ দশমিক ৩১ শতাংশ। গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ৯৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ৪৪। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৬৪ দশমিক ১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির সংখ্যা ২৫০। করোনায় সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা ৫৩।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়ত জানান, জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২০ জন। সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ৫৪ জন করোনা পজিটিভসহ ৬৯৮ জন বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে লকডাউন সত্ত্বেও শহরে মানুষের চলাচল দেখা গেছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা শহরে ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। এরপরও নানা অজুহাতে মানুষ মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইকে চলাচল করছেন। বড় বাজার ও মিল বাজারে জনসমাগম ছিল তুলনামূলক বেশি। মাস্ক ছাড়াও বাজারে ঘুরতে দেখা যায় অনেককে।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মানুষ সচেতন হচ্ছেন না। নানাভাবে ব্যারিকেড ও প্রচার চালানোর পরও মানুষ নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন। প্রতিটি উপজেলা সদরসহ জেলা সদরে পুলিশ লকডাউন কার্যকরের চেষ্টা করছে।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, লকডাউন না মেনে বাইরে ঘোরাঘুরি বন্ধ করার জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।