সাতক্ষীরায় শনাক্তের হার কমেছে ১০ শতাংশ

শনিবার থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০ শতাংশ। এ সময় আগের ২৪ ঘণ্টার চেয়ে নমুনা পরীক্ষা কমেছে ৬৪টি।

করোনাভাইরাস।
প্রতীকী ছবি

আগের দিনের তুলনায় সাতক্ষীরা জেলায় আজ রোববার করোনা সংক্রমণ শনাক্তের হার কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ। সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, জেলায় এদিন ২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৪ জন। আগের দিন শনিবার ৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৫৬ জন। হার ছিল ৬০ দশমিক ৮৬ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার জানান, শনিবার থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০ শতাংশ।

এ সময় ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন।

আর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় উপসর্গ নিয়ে ২৭০ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ জন মারা গেলেন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, এ পর্যন্ত জেলায় ১১ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ রোগী ৩৩ জন ভর্তি আছেন। বাকি ৭৮৮ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন আরও বলেন, জেলার অধিকাংশ মানুষ সচেতন হচ্ছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার। লকডাউন মেনে চলা ছাড়া করোনা নিয়ন্ত্রণ করা কঠিন।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানিয়েছেন, হাসপাতালের ২৫০টি শয্যার মধ্যে রোববার পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি ছিলেন ২২০ জন। প্রতিদিনই রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।