সাতক্ষীরায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

প্রতীকী ছবি

সাতক্ষীরায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রোববার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মেহেরুন্নেছা (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে আশাশুনি উপজেলার জব্বর মোল্লার মেয়ে মেহেরুন্নেছার সঙ্গে একই উপজেলার সরাফপুর গ্রামের জহির সরদারের ছেলে মাছ ব্যবসায়ী জাকির হোসেন সরদার ওরফে ছোট বাবুর বিয়ে হয়। বিয়ের পরও মুঠোফোনে মেহেরুন্নেছা তাঁর আগের স্বামীর সঙ্গে কথা বলতেন। এ নিয়ে জাকিরের সঙ্গে বিরোধ তৈরি হয় তাঁর। এর জেরে ২০১৪ সালের ৩ অক্টোবর বিকেলে খাটের ওপর শুয়ে থাকা স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হতা করেন মেহেরুন্নেছা। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আজাহারুল সরদার বাদী হয়ে মেহেরুন্নেছার নাম উল্লেখ করে পরদিন থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক মনোজ কুমার নন্দী ওই বছরের ১৯ ডিসেম্বর এজাহারভুক্ত মেহেরুন্নেছার নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যেই জামিনে মুক্তি পেয়ে মেহেরুন্নেছা পালিয়ে যান।

মামলার নথি ও ১২ জন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা শেষে গতকাল রায় ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল লতিফ। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন জি এম আবু বক্কর ছিদ্দিক।