‘সাথি ফসল’ তরমুজ, বাঙ্গিতে চাষির লাভ

খেত থেকে বাঙ্গি তুলে আইলে স্তূপ করে রাখা হয়েছে। পরে নেওয়া হবে গ্রামের মোকামে। গত বুধবার নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনালি মাঠে
প্রথম আলো

নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃষকেরা বাঙ্গি ও তরমুজ চাষে লাভবান হচ্ছেন। কৃষকেরা বলেন, রসুনের সঙ্গে সাথি ফসল হিসেবে এবার বাঙ্গি, তরমুজসহ নানা ফসলের আবাদ করেছেন। তাঁরা কম পুঁজিতে বেশি ফলন পেয়েছেন বাঙ্গি ও তরমুজের। আর পবিত্র রমজানের সময় এর দামও ভালো পাচ্ছেন তাঁরা।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, ২০০১ সাল থেকে উপজেলায় বিনা হালে রসুনের আবাদ শুরু হয়। বিভিন্ন সময় রসুনরে দরপতনে আর্থিক ক্ষতির মুখে পড়েন এলাকার কৃষকেরা। সেই ক্ষতি পুষিয়ে নিতে সাথি ফসল হিসেবে বাঙ্গি, তরমুজ, ক্ষীরাসহ মসলাজাতীয় ফসল চাষের পরামর্শ দেওয়া হয় কৃষকদের। এ বছর ৫ হাজার ৭৯০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। বিপরীতে ৯৮০ হেক্টর জমিতে বাঙ্গি, ৭৬০ হেক্টরে তরমুজের আবাদ হয়েছে। বাঙ্গির উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩৫ মেট্রিক টন।

আকারভেদে প্রতিটি বাঙ্গি ৫০ থেকে ৬০ টাকায় কিনেছেন। এক ট্রাক বিক্রি করলে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ থাকে।
শাহারুল ইসলাম, ব্যবসায়ী, ধারাবারিষা ইউনিয়ন

কৃষকেরা বলেন, এবার উপজেলায় এক বিঘা জমিতে রসুন পাওয়া গেছে ২০-২৫ মণ। মানভেদে প্রতি মণ রসুন বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। অথচ এক বিঘা জমিতে রসুনের আবাদে খরচ হয়েছে ৪২ থেকে ৪৫ হাজার টাকা। পক্ষান্তরে এক বিঘা জমিতে উৎপাদিত বাঙ্গি ৫০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আর তরমুজ ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। রসুনের চারা গজিয়ে ওঠার পর খেতের মধ্যে গর্ত করে পরিকল্পিতভাবে এই আবাদ করা হয়ে থাকে। রসুনের সঙ্গে বেড়ে উঠতে থাকে এ ফসল।

কৃষক বিমলচন্দ্র বলেন, গরম আর রমজানকে ঘিরে বাঙ্গি- তরমুজ উত্তোলন শুরু হয়। চাহিদা বেশি থাকায় ভালো দামও পাওয়া যায়। পক্ষান্তরে কাঁচা রসুনের দাম থাকে কম। সাথি ফসল বিক্রি করে এবার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।

কৃষকেরা বলেন, এ বছর রমজানের শুরু থেকেই বাঙ্গি এবং মাঝামাঝি সময়ে তরমুজের উত্তোলন ও বাজারজাতকরণ শুরু হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক, গ্রামের সড়কের ধার এবং মোড়ে মোড়ে গড়ে উঠেছে অস্থায়ী মোকাম। মৌসুমি ব্যবসা হিসেবে এলাকার অনেকেই পাইকারি দামে কিনে দেশের অনেক মোকামে ট্রাক ভরে বাঙ্গি-তরমুজ পাঠাচ্ছেন।

ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়ীবাড়ির ভ্রাম্যমাণ মোকামে কথা হয় শাহারুল ইসলাম ও রানা মিয়ার সঙ্গে। তাঁরা বলেন, কৃষকের খেত থেকে আকারভেদে প্রতিটি বাঙ্গি ৫০ থেকে ৬০ টাকায় কিনেছেন। এক ট্রাক বাঙ্গি রাজধানীর কারওয়ান বাজার মোকামে বিক্রি করে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ থাকে। তাঁদের মতো অনেকেই দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন বাঙ্গি, তরমুজ।

গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার কৃষক তাজুল প্রামাণিক বলেন, দুই বিঘা কৃষিজমি ইজারা নিয়ে বাঙ্গি চাষ করেছেন। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। দিনে কমপক্ষে ১০০টি বাঙ্গি বিক্রি করছেন প্রায় ৬ হাজার টাকায়। এতে রসুনের লোকসান পুষিয়ে যাবে। তবে এ বছর বৃষ্টি না হওয়ায় পোকামাকড়ের অতিরিক্ত আক্রমণে বাঙ্গির ফলন কম হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ জানান, রসুনের সাথি ফসল আবাদে সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ। একই খেতে মিশ্র ফসল ফলিয়ে লাভের মুখ দেখছেন কৃষক। এতে জমির শতভাগ ব্যবহার নিশ্চিত হবে।