সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, প্রাণ গেল সাপুড়ের

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়িতে গিয়ে সাপ ধরার কাজ করতেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উপরসিলট গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৪৫)। গতকাল মঙ্গলবার সকালেও একটি বাড়িতে সাপ ধরতে যান। একপর্যায়ে সাপটি কামড় দেয় তাঁকে। পরে নিজেই ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। সে চেষ্টা ব্যর্থ হওয়ায় প্রাণ যায় জিল্লুরের।

জিল্লুরের স্বজনদের বরাত দিয়ে উপজেলার তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্বাসউজ্জামান জানান, এক ব্যক্তির আহ্বানে গতকাল সকালে নাটোরের সিংড়া উপজেলার দুর্গাপুর গ্রামে সাপ ধরতে যান জিল্লুর। একটি বাড়ি থেকে সাপ ধরার সময় সাপটি তাঁকে কামড় দেয়। এ সময় তিনি নিজেই ঝাড়ফুঁক দেন ও ঔষধি গাছ বেটে ক্ষতস্থানে লাগান। বিকেলে বাড়ি ফিরে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি।

আব্বাসউজ্জামান জানান, অবস্থার অবনতি হলে স্থানীয় সাপুড়েরা ঝাড়ফুঁক দেওয়ার কাজ করেন। এতেও সেরে না ওঠায় জিল্লুরকে নেওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যায় সেখানে মারা যান তিনি। কোনো অভিযোগ না থাকায় রাতেই তাঁকে দাফন করা হয়।