সাবেক স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে সাত বছরের ছেলেকে হত্যার অভিযোগ

খুন
প্রতীকী ছবি

নেত্রকোনায় বাবার হাতে সাত বছরের এক ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছেলের নাম আরাফাত। বাবার নাম এরশাদ মিয়া (৩২)। তিনি নেত্রকোনা সদরের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। কান্দুলিয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়ি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ মিয়ার সঙ্গে আট বছর আগে কান্দুলিয়া গ্রামের মতি মিয়ার মেয়ে আফরোজা আক্তারের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে—ওই শিশুই আরাফাত (৭)। কয়েক বছর ধরে এরশাদ ও আফরোজার মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। চার মাস আগে আফরোজা তাঁর স্বামী এরশাদ মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়িতে ছেলেকে নিয়ে এসে বসবাস করতে থাকেন। আজ সকাল সাতটার দিকে হঠাৎ এরশাদ শ্বশুরবাড়ি হাজির হন। পরে তিনি আফরোজার কাছ থেকে আরাফাতকে টেনে নিয়ে ঘরে যান এবং ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় আফরোজা চিৎকার শুরু করেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘর থেকে আরাফাতের মৃতদেহ উদ্ধার করে।

চার মাস আগে আফরোজা তাঁর স্বামী এরশাদ মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়িতে ছেলেকে নিয়ে এসে বসবাস করতে থাকেন। আজ সকাল সাতটার দিকে হঠাৎ এরশাদ শ্বশুরবাড়ি হাজির হন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জের ধরে শিশু আরাফাতকে তার বাবা এরশাদ মিয়া গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। পরে ঘরের দরজা বন্ধ করে লাশের পাশেই তিনি বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার ও এরশাদ মিয়াকে আটক করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এরশাদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।