সাভার ও আশুলিয়ায় দুই নারীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকার সাভার ও আশুলিয়া থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আরেকজনের লাশ দেখে বোঝা যাচ্ছে না তাঁকে হত্যা করা হয়েছে, না তিনি দুর্ঘটনায় মারা গেছেন।

সাভার থেকে উদ্ধার নারীর লাশটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পড়ে ছিল। আজ বৃহস্পতিবার সকালে সাভারের উলাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৪ বছর।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, লাশ দেখে বোঝা যাচ্ছে না তাঁকে হত্যা করা হয়েছে, না তিনি দুর্ঘটনায় মারা গেছেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে অপর নারীর লাশটি উদ্ধার করে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই নারীরও নাম জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর।

আরও পড়ুন

আশুলিয়া থানা-পুলিশ জানায়, ওই নারী সবুজ নামের একজনের সঙ্গে পলাশবাড়ী এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সবুজের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় খোকন মিয়া বুধবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি ঘরের মেঝেতে পড়ে ছিল এবং তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, সবুজ পলাতক আছেন। বুধবার বাড়ির মালিকের সঙ্গে সবুজের টেলিফোনে কথা হয়েছে। তখন তিনি বাড়ির মালিককে জানিয়েছিলেন, তিনি নারায়ণগঞ্জে আছেন। তবে লাশ উদ্ধারের পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।