সাভারে আটা-ময়দার দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

সাভারের নামাবাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারে আটা ও ময়দার পাইকারি দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে নামাবাজারে এই অভিযান চালানো হয়। এ সময় ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না থাকা, তালিকার সঙ্গে বিক্রয়মূল্যের অমিল ও ইচ্ছামতো মূল্য বৃদ্ধির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ দুপুরে সাভারের নামাবাজারের একতা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। ইচ্ছামতো মূল্যবৃদ্ধি, ক্রয়ের রশিদ ও মূল্যতালিকা না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে পর্যায়ক্রমে শিল্পী এন্টারপ্রাইজকে মূল্যতালিকা না থাকায় ৫ হাজার এবং মেসার্স আলম এন্টারপ্রাইজে ওজনে কম দেওয়া, ইচ্ছামতো মূল্যবৃদ্ধি ও তালিকার সঙ্গে বিক্রয়মূল্যের অমিল থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে আবদুল জব্বার মণ্ডল বলেন, ‘ঢাকাসহ সারা দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সাভারে অভিযান চালানো হলো। আমরা তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছি। আটা-ময়দা বিক্রির ক্ষেত্রে সকাল ও বিকেলে দুই ধরনের দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। তেলের ক্ষেত্রে খুচরা ও পাইকারি উভয় ক্ষেত্রে আমাদের অভিযান চলমান রয়েছে।’