সাভারে কারখানার পাঁচ কর্মকর্তা গ্রেপ্তার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে কাপড় চুরির অভিযোগে একটি কারখানার পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কারখানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন স্টোর ইনচার্জ মেহেদী হাসান (২৬), কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (৩১), সিকিউরিটি ইনচার্জ মশিউর রহমান (৪৭), সিকিউরিটি সুপারভাইজার এরশাদ মোল্ল্যা (২৫) ও স্টোর সহকারী আকবর হোসেন (৪০)।
সাভার থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাভার পৌর এলাকার উলাইল কর্ণপাড়ার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল থেকে ১০ লাখ টাকা মূল্যের তিন টন কাপড় বের করে কারখানার মূল ফটক দিয়ে ট্রাকে তোলার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সাভার থানাকে জানান। খবর পেয়ে পুলিশ গতকাল দিবাগত রাত তিনটার দিকে কারখানায় গিয়ে কাপড় আটক করে। এ সময় চুরি করে কাপড় বের করার ঘটনার সঙ্গে জড়িত পাঁচ কর্মকর্তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কাপড় চুরির অভিযোগে কারখানার কমপ্লায়েন্স ব্যবস্থাপক মনিরুল ইসলাম বুধবার সাভার থানায় মামলা করেছেন। মামলায় পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
তিনি বলেন, মামলা দায়েরের পর পাঁচ কর্মকর্তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়।