সাভারে বাসচাপায় পথচারী নিহত, আহত অন্তত ১০

প্রতীকী ছবি

ঢাকার সাভারে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া পথচারীসহ অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম সুজন মিয়া (৩০)। তিনি সাভারের আশুলিয়ার আনারকলি পুকুরপাড় এলাকার বারেক মিয়ার ছেলে। তিনি পেশায় মুদিদোকানদার।

সাভার হাইওয়ে থানা–পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, শুক্রবার বিকেল চারটার দিকে খুলনা থেকে আসা ঢাকামুখী সৌখিন পরিবহনের একটি দ্রুতগতির বাস সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে বাসের জন্য অপেক্ষায় থাকা সুজন মিয়াকে চাপা দেয়। তিনি স্ত্রীকে চিকিৎসক দেখাতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আরও তিন পথচারী বাসের ধাক্কায় আহত হন।

বাসটি পরে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ছয়-সাতজন বাসযাত্রী সামান্য আহত হন। ঘটনাস্থলেই নিহত হন সুজন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, বাসটি সুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বাসটির ধাক্কায় আরও তিন পথচারী আহত হন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের বুঝিয়ে দেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।