সারা দেশের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগ বন্ধ

সাগরে নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লাল পতাকা টাঙানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
ছবি: প্রথম আলো

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দুদিন ধরে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এতে হাতিয়া উপজেলার লাখো মানুষ ভোগান্তিতে পড়েছে। নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে হাতিয়া ও নিঝুম দ্বীপে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে থেমে থেমে দমকা হাওয়া বইছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর সতর্কসংকেত থাকায় হাতিয়ার সঙ্গে নৌপথে সারা দেশের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনার পর হাতিয়া-চেয়ারম্যানঘাট নৌপথের সি-ট্রাকসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

৩ নম্বর সতর্কসংকেত থাকায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সতর্কতার জন্য বিভিন্ন এলাকায় লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ১৮০টি আশ্রয়কেন্দ্রের সব কটি খুলে রাখা হয়েছে।
মো. ইমরান হোসেন, ইউএনও, হাতিয়া, নোয়াখালী

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন শুক্রবার বেলা দুইটায় প্রথম আলোকে বলেন, ৩ নম্বর সতর্কসংকেত থাকায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সতর্কতার জন্য বিভিন্ন এলাকায় লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ১৮০টি আশ্রয়কেন্দ্রের সব কটি খুলে রাখা হয়েছে।

ইউএনও ইমরান হোসেন জানান, আজ বেলা ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া সভার সিদ্ধান্ত অনুসারে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নৌযান চলাচল বন্ধের কারণে হাতিয়ায় যেতে না পারা একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জরুরি একটি কাজে আজ তাঁর হাতিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে দমকা হওয়া ও বৃষ্টি হচ্ছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চেয়ারম্যানঘাট থেকে কোনো নৌযানই হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছেন না। এ কারণে হাতিয়ায় না গিয়ে জেলা শহরে অবস্থান করছেন।

হাতিয়ার নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান মেহরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টা ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে নিঝুম দ্বীপে। এ ছাড়া আজ সকাল থেকে দফায় দফায় দমকা হাওয়া বয়ে গেছে। দুপুর নাগাদ তা কমে গেছে। দমকা হাওয়ায় কিছু গাছপালার ক্ষতি হয়েছে। এ ছাড়া জোয়ারের পানিতে কিছু কিছু এলাকার আমন ধান ডুবে গেছে। তবে ঘরবাড়ির ক্ষতি কিংবা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

হাতিয়ার চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথের সি-ট্রাকের চার্টার এজেন্ট গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল সকাল থেকে সি-ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া অন্যান্য নৌযানও দুদিন ধরে চলাচল করছে না। গোলাম মাওলা জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ নম্বর সতর্কসংকেত থাকলেই সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হয়।