সাড়ে চার মাস পর সিলেটে করোনা শনাক্ত ৯ শতাংশের ওপরে

করোনাভাইরাস
প্রতীকী ছবি

প্রায় সাড়ে চার মাস পর সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯ শতাংশ ছাড়িয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ৯ দশমিক ২৩ শতাংশ। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তৃতীয় ধাপের সংক্রমণ কমতে শুরু করে। ১৩ ফেব্রুয়ারি ১ হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ছিল ৯ দশমিক ৭৮। এরপর শনাক্ত কমতে শুরু করে। ফেব্রুয়ারির পর থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত শনাক্ত ৩ শতাংশের মধ্যে ছিল। হঠাৎ শনাক্তের হার বেড়েছে।

আরও পড়ুন

অধিদপ্তরের করোনা–সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, সিলেটের ৬০ ও মৌলভীবাজার জেলার ৫ জনের নমুনা পরীক্ষায় সিলেটে ৪ জন ও মৌলভীবাজারের ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬৬ হাজার ৯৪৭ জনের। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৪৬১ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৩৬।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় প্রথম আলোকে বলেন, জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। এর মধ্যে সংক্রমণও বেড়েছে। ঘর থেকে বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধান ও সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।