সিগারেট খাওয়ার টাকা না দেওয়ায় মুক্তিযোদ্ধা বাবাকে খুনের অভিযোগ
সিলেটের বিয়ানীবাজারে সিগারেট খাওয়ার টাকা না পাওয়ায় বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত আবদুল আজিজ (৬৭) বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এ ঘটনায় ছেলে জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আবদুল আজিজের কাছে সিগারেট খাওয়ার টাকা চান জসিম উদ্দিন (৩৮)। এ সময় বাবা টাকা দিতে রাজি হননি। পরে মায়ের কাছে গিয়ে চাল চান জসিম। উদ্দেশ্য চাল বিক্রি করে সিগারেট কেনা। মা চাল দিতে অপরাগতা প্রকাশ করলে এ নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডা হয় তাঁর। এক পর্যায়ে কুড়াল দিয়ে বাবার মাথায় কোপ দিয়ে পালিয়ে যান জসিম। আহত আবদুল আজিজকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মুড়িয়া ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন সারোপাড় এলাকা থেকে জসিমকে আটক করে পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, জসিম জসিম উদ্দিনের কথাবার্তা কিছুটা অসংলগ্ন।
হিল্লোল রায় বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।