সিঙ্গাইরে ইটভাঙা যন্ত্রের চাপায় প্রাণ গেল শ্রমিকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সড়কের পাশে খাদে পড়ে ইটভাঙা যন্ত্রের চাপায় মাইদুল হাসান (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল হাসানের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে। তিনি ইটভাঙার শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় ইটভাঙানো যন্ত্র বসানো ট্রলির চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ইটভাঙার যন্ত্র বসানো ট্রলি নিয়ে মাইদুলসহ চারজন ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে সিঙ্গাইরের বায়রা বাজারে যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর চলন্ত অবস্থায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইটভাঙা যন্ত্রের চাপায় ঘটনাস্থলেই মাইদুল নিহত হন। এ ঘটনায় ট্রলির চালক ও দুজন শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক মওদুদ কামাল বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।