সিঙ্গাইরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দুর্ঘটনার পর সড়কের পাশের খাদে উল্টে রয়েছে বাসটি। আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কিটিংচর এলাকায়
প্রথম আলো

মানিকগঞ্জের সিঙ্গাইরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। উপজেলার কিটিংচর এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহত ইজিবাইকচালকের নাম শাহ আলম (৩২)। তিনি সিঙ্গাইর উপজেলার আঙ্গাড়া গ্রামের দুলু ব্যাপারীর ছেলে।

সিঙ্গাইর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সদর থেকে শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার গাবতলী যাচ্ছিল। অপর দিকে সাভারের হেমায়েতপুর থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক সিঙ্গাইরে আসছিল। পথে সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় ওই বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের চালক শাহ আলম নিহত হন। এ ছাড়া ইজিবাইকের ৫ জন ও বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

উপজেলার কিটিংচর এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কের পাশে দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইকটি। আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কিটিংচর এলাকায়
প্রথম আলো

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।