সিঙ্গাইরে সেতুর পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইরে সেতুর পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গাইর-চারিগ্রাম সড়কের দাশেরহাটি এলাকায় সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট ছিল। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন দাশেরহাটি এলাকায় একটি সেতুর পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি সফিকুল ইসলাম বলেন, ওই যুবককে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।