সিদ্ধিরগঞ্জে লেগুনায় চাঁদাবাজি, হাতেনাতে দুজনকে ধরল র‌্যাব

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় লেগুনাচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ আটক দুজন
ছবি: প্রথম আলো

ভয়ভীতি দেখিয়ে লেগুনাচালক ও সহকারীদের থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাতেনাতে দুজনকে আটক করেছে র‌্যাব-১১। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের নয়াআটি এলাকার লেগুনাস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককালে দুজনের কাছ থেকে চাঁদাবাজির নগদ প্রায় আড়াই হাজার টাকা ও চাঁদা আদায়ের খাতা জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পলাতক আসামি রাশেদের প্রত্যক্ষ মদদে মো. জুয়েল ও মো. রতনের সহযোগিতায় একটি চক্র দীর্ঘদিন ধরে শিমরাইল নয়ামাটি এলাকায় লেগুনাস্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছে। তাঁরা লেগুনাচালক ও সহকারীদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দিয়ে লেগুনাপ্রতি দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে। কয়েকজন ভুক্তভোগী চালক ও সহকারীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব অনুসন্ধান করে সত্যতা পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২ হাজার ৪৫০ টাকাসহ জুয়েল ও রতনকে আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, চাঁদাবাজির অপরাধে পলাতক আসামি রাশেদ, রতন ও জুয়েলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রমের প্রক্রিয়া চলছে।