সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রিজনভ্যান থেকে নামিয়ে সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ওসি প্রদীপ কুমার দাশকে আদালতে নেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে
ছবি: প্রথম আলো

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টায় মামলার সাক্ষী মো. কামাল হোসেন সাক্ষ্য দেওয়া শুরু করেন।

বিচারকাজ শুরুর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আজ ছয়জনকে আদালতে উপস্থিত রাখা হয়েছে। দ্বিতীয় দফায় চার দিনের এই সাক্ষ্য গ্রহণ ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

কামাল হোসেনের বাড়ি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায়। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশে ছিলেন কামাল হোসেন।

এর আগের দিন রোববার আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার ৩ নম্বর সাক্ষী ও টেকনাফের মিনাবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। তিনি সাক্ষ্য ও আসামিপক্ষের আইনজীবীদের জেরায় বলেন, ঘটনার সময় তাঁরা কয়েকজন ঘটনাস্থলের আশপাশে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে সিনহা মো. রাশেদ খান মাটিতে (রাস্তায়) পড়ে ছিলেন। তখনো তিনি জীবিত ছিলেন। টেকনাফের দিক থেকে ওসি প্রদীপ কুমার দাশ ঘটনাস্থলে এসে সিনহার মৃত্যু নিশ্চিত করেন। ওসি প্রদীপের হাতেই সিনহার মৃত্যু ঘটেছে।

এর আগে প্রথম দফায় তিন দিনে (২৩-২৫ আগস্ট) আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ও ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ও ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাত। তবে তাঁদের কেউ আজ আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, আজ সাক্ষ্য গ্রহণ শেষ হলে কামাল হোসেনকে আসামিপক্ষের ১৩ আইনজীবী জেরা করবেন। এরপর হাতে সময় থাকলে আরেকজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হতে পারে।