সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রতীকী ছবি

নাশকতার ১৭ মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল কায়েসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে আজ শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে সিরাজগঞ্জে নেওয়া হয়।

সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের আমলে সিরাজগঞ্জে বিএনপির শত শত নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। এসব মামলা রাজনৈতিক ও হয়রানিমূলক বলে দাবি করেন তিনি। গ্রেপ্তার আবদুল্লাহ আল কায়েস জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের বাসিন্দা।

বিএনপির ওই নেতার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময়ের নাশকতার ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কামারখন্দ থানা

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিএনপির ওই নেতার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময়ের নাশকতার ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুক্রবার ভোরে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জে আনা হয়েছে।

এদিকে আবদুল্লাহ আল কায়েসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।