সিরাজগঞ্জে প্রথম আলো ট্রাস্টের কম্বল পেলেন ২০০ শীতার্ত মানুষ

শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে
ছবি: সাজেদুল আলম

মাঘের শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের মানুষ। রাতের বেলায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশা উপেক্ষা করে সোমবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অসহায় ও শীতার্ত ২০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সকাল ৯টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১১০ জন শীতার্ত নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘড়িয়া গ্রামের বিধবা মিনতি রানী (৭০) বেশ খুশি। তিনি বলেন, ‘না চাইতেই প্রথম আলো পত্রিকার লোকজন কম্বলখানা দিল।’

নতুন কম্বল গায়ে জড়িয়ে দেশীগ্রাম ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের মৃত পাচুরাম মাহাতোর স্ত্রী ফুলবালা মাহাতো জানালেন, ঠান্ডা বাতাসে শরীর খারাপ হয়ে যাচ্ছিল। খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখা লাগত। নতুন কম্বল নিয়ে এখন রাতে আরামে ঘুমাতে পারবেন। ৮০ বছরের বিধবা মাখন বালা মাহাতো বলেন, দুই ছেলের একজন থাকেন বাইরে। দিনমজুর ছেলের পক্ষে কম্বল কিনে দেওয়া সম্ভব ছিল না। ফলে এই কম্বল পেয়ে উপকার হলো।

কম্বল বিতরণে অংশ নেন নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য আমরার সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ সরকার, প্রভাষক প্রদীপ কুমার মাহাতো, বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক চঞ্চল কুমার মাহাতো, শিক্ষক রবীন্দ্রনাথ মাহাতো, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা খোন্দকার, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আবু রায়হান, সভাপতি মো. আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার মাহাতো, সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক সুমন কুমার মাহাতো, সাংস্কৃতিক সম্পাদক হৃদয় কুমার মাহাতো, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক দুর্জয় কুমার মাহাতো, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বিজয় কুমার মাহাতো, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক নিবিড় প্রমুখ।

তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের রামবল্লভপুর গ্রামের ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১১০ জন শীতার্ত নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়
ছবি: প্রথম আলো

পরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা ও ধানগড়া এলাকায় ৯০ জন শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ধানঘরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক, রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আবু রায়হান, সভাপতি মো. আতিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক নিবিড়, সদস্য রমিনা খাতুন, সাদিয়া আলম প্রমুখ।

সিমলা এলাকার মৎস্যজীবী রণ কুমার হালদার বলেন, মাছ ধরতে গিয়ে কয়েক বছর আগে পায়ে কাঁটা বিঁধে। এরপর সেখানে ঘা হয়। পরে পা কেটে ফেলতে হয়। অসহায় অবস্থায় শীতে খুব কষ্ট হচ্ছিল। এই কম্বল নিয়ে একটু আরামে থাকা যাবে।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।