সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে জয়ী মো. তরিকুল ইসলাম খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহতের স্ত্রী মোছা. হাসি খাতুন। আজ বৃহস্পতিবার সদরের নতুন ভাঙ্গাবাড়ি এলাকায়

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর মো. তরিকুল ইসলাম খানের হত্যাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী মোছা. হাসি খাতুন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন ভাঙ্গাবাড়ি এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তাঁর ছেলে একরামুল হাসান, মেয়ে তাওহিদা জাহানসহ আত্মীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে মোছা. হাসি খাতুন বলেন, ‘আমি একজন সাধারণ গৃহিনী হয়ে স্বামী হত্যার বিচার চাইতে এসেছি। আপনি আমাদের মা। তাই মায়ের কাছে আমার স্বামী হত্যার বিচার চাইতে এসেছি। আমার বিশ্বাস মা তাঁর দুঃখী সন্তানকে কখনোই খালি হাতে ফেরাবেন না।’

ঘটনার বিবরণ দিয়ে মোছা. হাসি খাতুন বলেন, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন তাঁর স্বামী তরিকুল ইসলাম খান। তাঁকে নির্বাচনে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন ও তাঁর বাহিনী প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে।

নিহত কাউন্সিলের স্ত্রীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ২৪ ঘণ্টার ভেতরে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি। আসামিদের অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছেন। তাঁরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাসী কোনো দলের নয়। তাহলে আসামিরা এত সাহস কোথা থেকে পান? তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বলেন, ‘আমি ও আমার পরিবার চরম হুমকির মুখে আছি।’