সিরামিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধুস সরকার (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামে আবুল খায়ের সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া বিধুস রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাট মাধবনগর এলাকার খায়রা গ্রামের বিধন সরকারের ছেলে। তিনি আবুল খায়ের সিরামিক কারখানায় ইলেকট্রিক শ্রমিক হিসেবে কাজ করতেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, বিধুস দুপুরে আবুল খায়ের সিরামিক কারখানার অভ্যন্তরে টিনের একটি সেটে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুল হক আরও বলেন, বিধুসের মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।