সিলিং ফ্যান খুলে পড়ে ইউএনওসহ আহত ২

নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে সিলিং ফ্যান খুলে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভা চলাকালে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ইউএনও ইমরান হোসেন (৩৩) ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম (৩২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) বিমান চন্দ্র আচার্য প্রথম আলোকে বলেন, পাখার আঘাতে প্রাণী সম্পদ কর্মকর্তার ডান কাঁধের পেছনে কেটে গেছে। এতে সেলাই ও ব্যান্ডেজ করতে হয়েছে। আর ইউএনও মাথায় আঘাত পেয়েছেন। তাঁকেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

ইউএনও ইমরান হোসেন বলেন, এই দুর্ঘটনায় বেশি আঘাত পেয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। তাঁরা দুজনই বর্তমানে নিজ নিজ বাসায় রয়েছেন। তিনি বলেন, উপজেলা পরিষদ ভবনটি বেশ জরাজীর্ণ। সকাল সাড়ে দশটার দিকে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভা করছিলেন তাঁরা। এ সময় সিলিং ফ্যান খুলে তাঁর মাথার কিঞ্চিৎ সামনে পড়ে। এতে তিনি মাথায় পাখার আঘাত পেয়েছেন।