সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু

সিলেট-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে এই রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়।

অনলাইনে এ রুটে বিমান চলাচলের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ। হাফিজ আহমদ জানান, এ রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট চলাচল করবে।

উদ্বোধনী দিনে বেলা ১টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে বিমানের একটি ফ্লাইট ৭৪ জন যাত্রী নিয়ে সিলেটে পৌঁছায়। পরে বেলা পৌনে ২টার দিকে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর থেকে ৪৬ জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে মুজিব বর্ষ উপলক্ষে বেলা সোয়া একটার দিকে অনলাইনে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়।