সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১৬% ছাড়াল

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫০ অতিক্রম করেছে। ৯১৮ জনের নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬৩ জনের।

শনাক্তের হার ১৬ দশমিক ৩৩। আগের দিনের তুলনায় শনাক্তের হার বেড়েছে ২ দশমিক ৫২। এ ছাড়া এ সময়ে হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগী চারজন বেড়েছে।

আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ৪১ জন। এর আগে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ৩৭ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ সেপ্টেম্বর বিভাগে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯২। এর পর থেকে সংক্রমণের হার কমতে শুরু করেছিল। অক্টোবরে শনাক্তের হার ১–এর নিচে অবস্থান করছিল। চলতি মাসের প্রথম থেকে করোনার সংক্রমণের হার বাড়তে থাকে।

বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৮৫৫। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি মানা জরুরি।